মিসির আলি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিসির আলি হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্র টি হুমায়ুন আহমেদের আরেক অনবদ্য স্রৃষ্টি হিমু চরিত্র টির একদম বিপরীত। হিমু এন্টি লজিক মেনে চলে আর মিসির আলি মেনে চলেন লজিক। তবু মিসির আলি বারবার পেয়ে যান রহস্যময় অদেখা জগতের সন্ধান। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে। উপন্যাসের কাহিনী অনুসারে মিসির আলি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। মানুষের মন,আচরণ এবং নানাবিধ রহস্যময় ঘটনা নিয়ে তার অসীম আগ্রহ। গল্প অনুসারে তিনি অকৃতদার।
[সম্পাদনা] বাংলাদেশ টেলিভিশনে মিসির আলি
হুমায়ুন আহমেদের এই জনপ্রিয় চরিত্রটিকে বিটিভির পর্দায় বেশ কয়েকবার নিয়ে আসা হয়েছে। অনেক খ্যাতিমান টিভি অভিনেতা অভিনেত্রীরা মিসির আলির উপন্যাস কেন্দ্রিক নাটকে অভিনয় করেছেন। তবে অধিকাংশ নাটকে মিসির আলির চরিত্র রূপায়ণে ছিলেন প্রখ্যাত নাট্যাভিনেতা আবুল হায়াত। এছাড়া প্রয়াত অভিনেতা আবুল খায়ের একবার এই চরিত্রে রূপদান করেছেন।
[সম্পাদনা] মিসির আলি কেন্দ্রিক উপন্যাস
- বাঘবন্দী মিসির আলি
- আমিই মিসির আলি
- দেবী
- নিশিথীনি (দেবী বইটির পরের অংশ)
- বৃহন্নলা
- মিসির আলির অমীমাংসিত রহস্য
- কহেন কবি কালিদাস
- ভয়