মুসা খান মসজিদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুসা খানের মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদুল্লাহ হল ছাত্রাবাসের নিকটে ও কার্জন হলের পিছনে অবস্থিত।
ধারণা করা হয় যে, এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেন। ঢাকা শহরে বিনত বিবির মসজিদ এর পাশাপাশি এটি প্রাক-মুঘল স্থাপত্যের একটি নিদর্শন।