আকিরা কুরোসাওয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকিরা কুরোসাওয়া (জাপানি ভাষায়: 黒澤 明 কুরোসাওয়া আকিরা) (মার্চ ২৩, ১৯১০ - সেপ্টেম্বর ৬, ১৯৯৮) জাপানী চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত নাম এবং বিংশ শতাব্দীর প্রধান আন্তর্জাতির পরিচালকদের মধ্যে গণ্য। রশোমন, সেভেন সামুরাই, ইয়োজিম্বো সহ তাঁর বহু চলচ্চিত্র দর্শক ও সমালোচকদের কাছে আদৃত।