জুলাই ২০
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুলাই ২০ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০১ তম (অধিবর্ষে ২০২ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
[সম্পাদনা] জন্ম
- ১৮২২ - গ্রেগর ইয়োহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
- ১৯১৯ - এডমুন্ড হিলারী নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহন করেন।
- ১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা।
[সম্পাদনা] মৃত্যু
- ১৮৬৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।
- ১৯৭৩ - ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।
[সম্পাদনা] ছুটি ও অন্যান্য
[সম্পাদনা] বহি:সংযোগ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।