নাউরু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাউরু প্রজাতন্ত্র (নাউরুয়ান Ripublik Naoero, রিপুব্লিক্ নাওয়েরো, ইংরেজি Republic of Nauru রিপাব্লিক্ অভ্ ন্যাউরু) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর নিকটতম দ্বীপ হল ৩০০ মাইল পূর্বে অবস্থিত কিরিবাতির বানাবা দ্বীপ। নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র (ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার)। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র, এবং একমাত্র দেশ যার কোন রাজধানী নাই।[১]
এখানকার আদি বাসিন্দারা হল মাইক্রোনেশীয় ও পলিনেশীয় জাতির মানুষ। জার্মানি উনবিংশ শতাব্দীর শেষভাগে এটিকে দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়া, নিউজীল্যান্ড, ও যুক্তরাজ্যের অধীনে একটি ম্যান্ডেট বা প্রশাসিত এলাকায় পরিণত হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এটি দখল করে। যুদ্ধের শেষে এটি আবার অধীনস্ত প্রশাসিত এলাকায় পরিণত হয়, এবং ১৯৬৮ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
নাউরু ফসফেট খনিজে সমৃদ্ধ। ১৯০৭ সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আকরিক আহরণের মাধ্যমে।[২] তবে বর্তমানে খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে, আর এই খনিজ আহরণ করতে গিয়ে পরিবেশগত বিপর্যয়ের সূচনা হয়েছে। দ্বীপের সম্পদ রক্ষার্থে স্থাপিত তহবিলের অব্যবস্থার ফলে এখানকার অর্থনীতিতে ধ্বস নামে। অর্থ উপার্জনের জন্য নাউরুর সরকার বিভিন্ন অপ্রচলিত পদ্ধতির আশ্রয় নেয়। যেমন, ১৯৯০ এর দশকের শুরুর দিকে নাউরু কালো টাকা সাদা করার আখড়াতে পরিণত হয়। ২০০১ সাল থেকে এটি অস্ট্রেলীয় সরকারের অনুদান গ্রহন করেছে। এর বিনিময়ে নাউরু অস্ট্রেলিয়াতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জেল হিসাবে ব্যবহৃত হচ্ছে।
নাউরুর জনসংখ্যা মাত্র ১৩,০৪৮ জন (২০০৫ সালের হিসাব)। এর মধ্যে ৫৮% নাউরুর আদি অধিবাসী, ২৮% অন্যান্য দ্বীপের অধিবাসী, ৮% চীনা, এবং ৮% ইউরোপীয়।[১]
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: নাউরুর ইতিহাস
[সম্পাদনা] ভূগোল
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: নাউরুর ভূগোল
[সম্পাদনা] রাজনীতি
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: নাউরুর রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] অর্থনীতি
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: নাউরুর অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: নাউরুর সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
ওশেনিয়ার রাষ্ট্রসমূহ (Oceania) - সম্পাদনা |
---|
অস্ট্রেলিয়া (Australia) • কিরিবাতি (Kiribati) • টুভালু (Tuvalu) • টোঙ্গা (Tonga) • নাউরু (Nauru) • নিউজিল্যান্ড (New Zealand) • পাপুয়া নিউগিনি (Papua New Guinea) • পালাউ (Palau) • ফরাসি পলিনেশিয়া (French Polinesia) • ফিজি (Fiji) • ভানুয়াটু (Vanuatu) • মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য (Federated States of Micronesia) • মার্শাল দ্বীপপুঞ্জ (Marshall Islands) • সলোমন দ্বীপপুঞ্জ (Solomon Islands) • সামোয়া (Samoa) |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ CIA World Fact Book URL Accessed 2006-05-02
- ↑ Republic of Nauru Permanent Mission to the United Nations URL Accessed 2006-05-10