পায়েস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পায়েস দুধ ও চাল দিয়ে তৈরি মিষ্টি খাবার। চালকে দুধে সিদ্ধ করে তার ভিতর প্রচুর চিনি বা গুড় দিয়ে পায়েস বানানো হয় । বাঙালি সমাজে অন্নপ্রাশনে ও জন্মদিনে পায়েস অবশম্ভাবী একটি রান্না । চাল ছাড়া অন্য কিছু দুধে সিদ্ধ করেও পায়েস বানানো যায় । যেমন ছানার পায়েস, সুজির পায়েস, সিমুইয়ের পায়েস প্রভৃতি ।