বাঙালি কবিদের তালিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এখানে বাঙালি কবিদের একটি তালিকা করা হয়েছে। কবিদের নাম তাদের জীবনকাল অনুসারে সাজানো হয়েছে।
- কাহ্নপা
- বড়ু চণ্ডীদাস
- বিদ্যাপতি
- চণ্ডীদাস
- শাহ্ মুহম্মদ সগীর
- কৃত্তিবাস
- জয়েন উদ্দিন
- জ্ঞান দাস
- গোবিন্দ দাস
- শেখ ফয়জুল্লাহ্
- দৌলত উজির বাহরাম খান
- মুকুন্দরাম চক্রবর্তী
- মুহম্মদ কবীর
- হাজী মুহম্মদ
- সৈয়দ সুলতান
- কাজী দৌলত
- আলাওল
- মুহম্মদ খান
- আবদুল হাকিম
- ভারতচন্দ্র রায়
- রামপ্রসাদ সেন
- দ্বিজ কানাই
- ফকির গরীবুল্লাহ
- সৈয়দ হামজা
- রামনিধি গুপ্ত
- লালন শাহ
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- মাইকেল মধুসূদন দত্ত
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- বিহারীলাল চক্রবর্তী
- সুরেন্দ্রনাথ মজুমদার
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গগন হরকরা
- নবীনচন্দ্র সেন
- হাছন রাজা
- গোবিন্দচন্দ্র দাস
- দেবেন্দ্রনাথ সেন
- কায়কোবাদ
- মোজাম্মেল হক
- অক্ষয়কুমার বড়াল
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বিজেন্দ্রলাল রায়
- কামিনী রায়
- রজনীকান্ত সেন
- অতুলপ্রসাদ সেন
- যতীন্দ্রমোহন বাগচী
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
- সৈয়দ এমদাদ আলী
- সত্যেন্দ্রনাথ দত্ত
- শেখ ফজলুল করিম
- যতীন্দ্রনাথ সেনগুপ্ত
- মোহিতলাল মজুমদার
- শাহাদাৎ হোসেন
- গোলাম মোস্তফা
- কাজী নজরুল ইসলাম
- সুফী জুল্ফিকার হায়দার
- জীবনানন্দ দাশ
- সুধীন্দ্রনাথ দত্ত
- আশরাফ আলী খান
- অমিয় চক্রবর্তী
- জসীম উদ্দীন
- বেনজীর আহমদ
- প্রেমেন্দ্র মিত্র
- হুমায়ুন কবির
- মহীউদ্দিন
- আবদুল কাদির
- সুফী মোতাহার হোসেন
- বন্দে আলী মিয়া
- বুদ্ধদেব বসু
- বিষ্ণু দে
- কাদের নেওয়াজ
- সুফিয়া কামাল
- সমর সেন
- মতিউল ইসলাম
- সিকান্দার আবু জাফর
- তালিম হোসেন
- সুভাষ মুখোপাধ্যায়
- ফররুখ আহমদ
- আহসান হাবীব
- গোলাম কুদ্দুস
- আবুল হোসেন
- সৈয়দ আলী আহ্সান
- হাবীবুর রহমান
- সানাউল হক
- আতাউর রহমান
- আবদুল গণি হাজারী
- সুকান্ত ভট্টাচার্য
- আশরাফ সিদ্দকী
- মযহারুল ইসলাম
- আবদুর রশীদ খান
- জিল্লুর রহমান সিদ্দিকী
- শামসুর রাহমান
- আবদুস্ সাত্তার
- হাসান হাফিজুর রহমান
- আলাউদ্দিন আল আজাদ
- আবু জাফর ওবায়দুল্লাহ
- সৈয়দ শামসুল হক
- আল মাহমুদ
- মোহাম্মদ মাহফুজউল্লাহ্
- আবু হেনা মোস্তফা কামাল
- ফজল শাহাবুদ্দীন
- মোহাম্মদ মনিরুজ্জামান
- ওমর আলী
- শহীদ কাদরী