রিয়াদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়াদ সৌদি আরবের রাজধানী। এটি নেজ্দ অঞ্চলের আর-রিয়াদ প্রদেশের অংশ, এবং আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ৪২,৬০,০০০ মানুষের বসবাস রয়েছে, যা সারা দেশের মোট জনসংখ্যার ২০%। রিয়াদের অবস্থান হল ২৪°৪২'৪২" উত্তর অক্ষাংশ, ৪৬°৪৩'২৭" পূর্ব দ্রাঘিমাংশ।
রিয়াদ শহর রিয়াদ পৌরসভার ও রিয়াদ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্ত ১৭টি উপ পৌরসভায় বিভক্ত। এর প্রধান হলেন রিয়াদ প্রদেশের গভর্নর প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ।
উষর মরুর মধ্যে অবস্থিত রিয়াদে কদাচিৎ বৃষ্টিপাত হয়। ৫টি বাঁধে বৃষ্টির পানি ধরে রাখা হয়। এছাড়া রয়েছে ৯৬টি কূপ, এবং ২৯০ মাইল (৪৬৭ কিমি) পাইপলাইন, যার মাধ্যমে পারস্য উপসাগরের লবন-মুক্তকরণ কেন্দ্র হতে বিপুল পরিমাণে পানি নিয়ে আসা হয়।
আম্মান • আস্তানা • আশখাবাদ • আবুধাবি • আংকারা • ইসলামাবাদ • ইয়েরেভান • উলানবাটর • কলম্বো • কাঠমান্ডু • কাবুল • কুয়ালালামপুর • কুয়েত সিটি • জাকার্তা • টোকিও • ঢাকা • নয়া দিল্লী • নাইপাইদ • নিকোসিয়া • তাইপে • তাশখন্দ • তিব্লিসি • তেল আভিভ • তেহরান • থিম্পু • দুশান্বে • দামেস্ক • দিলি • দোহা • প্নম পেন • পিয়ং ইয়াং • বন্দর সেরি বেগাওয়ান • বাকু • বাগদাদ • বিশকেক • বেইজিং • বৈরুত • ব্যাংকক • ভিয়েনতিয়েন • মানামা • মালে • মাস্কাট • ম্যানিলা • রিয়াদ • সিঙ্গাপুর • সিউল • সানা হ্যানয় •