শক্তি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে বুঝায়। কাজ বা কার্য পদার্থবিজ্ঞানের সংজ্ঞায় বল(force) গণিত বলাভিমুখী সরণ(displacement))।
কৃতকাজের পরিমান দিয়েই শক্তি পরিমাপ করা হয়। শক্তির একক জুল। জুল = নিউটন-মিটার।
[সম্পাদনা] কাজ-শক্তি উপপাদ্য
কোন বস্তুর উপর কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ যেহেতু কোন বস্তুর উপর কাজ করলে তা বস্তুকে গতি দেয়, আবার যেহেতু ঐ গতিকে কাজে রূপান্তর করা সম্ভব (তাকে থামিয়ে দিতে গিয়ে), সেহেতু আমরা বলি ঐ বস্তুতে (গতি)শক্তি এসেছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।