অলান্দ দ্বীপপুঞ্জ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলান্দ দ্বীপপুঞ্জ (সুয়েডীয় Landskapet Åland লান্দ্স্কাপেৎ অলান্দ্, ফিনীয় Ahvenanmaan maakunta আহ্ভেনান্মান মাকুন্তা) ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যবর্তী বথনিয়া উপসাগরে অবস্থিত প্রায় ৬,৫০০ টি দ্বীপের সমষ্টি।
১৮০৯ সাল পর্যন্ত দ্বীপগুলো সুইডেনের অধীনে ছিল। এর পর রাশিয়া ফিনল্যান্ডের সাথে এগুলোকেও দখলে নেয়। ১৯১৭ সালে রুশ সাম্রাজ্যের পতনের পর এগুলো ফিনল্যান্ডের অধীনে চলে আসে। ১৯২১ সালে লিগ অফ নেশনস এই দ্বীপপুঞ্জের ওপর ফিনীয় আধিপত্যের স্বীকৃতি দেয়, যদিও সংখ্যাগরিষ্ঠ দ্বীপবাসী সুইডেনের প্রশাসনে চলতে আগ্রহী ছিলেন। তবে একই সময়ে তাদেরকে যথেষ্ট পরিমাণ স্বায়ত্বশাসনের ক্ষমতাও দেয়া হয়, যার ফলশ্রুতিতে এলাকাটির সরকারী ভাষা সুয়েডীয়। ১৯৪৫ সালে এলাকার সংসদ পুনরায় সুইডেন কর্তৃক শাসিত হওয়ার পক্ষে ভোট দেয়, তবে এতে এলাকাটির সাংবিধানিক অবস্থানের কোন পরিবর্তন ঘটেনি।
নর্ডীয় রাষ্ট্রসমূহ |
---|
ডেনমার্ক • ফিনল্যান্ড • আইসল্যান্ড • নরওয়ে • সুইডেন আন্যান্য রাষ্ট্র: অলান্দ দ্বীপপুঞ্জ • ফ্যারো দ্বীপপুঞ্জ • গ্রীনল্যান্ড |