কোয়েন্টিন টারান্টিনো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোয়েন্টিন জেরোম টারান্টিনো (ইংরেজী ভাষায় Quentin Jerome Tarantino) (জন্ম মার্চ ২৭, ১৯৬৩) মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। জন্মস্থান যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের নক্সভিল এ। অনেকের কাছে "কিউ" তার ডাকনাম। ১৯৯১ সালের জানুয়ারি তে reservoir dogs নামক চলচ্চিত্রের মাধ্যমে তার ব্যাপক পরিচিতি সৃষ্টি হলেও আসলে তার পরিচালনা এবং অভিনয় জীবনের শুরু ১৯৮৭ সালে my best friend's birthday এই ছবির মাধ্যমে। তিন বছর পরে তার অবদান পাল্প ফিকশন এর মত স্বকীয়তায় ভাস্বর অন্যধারার ছবি। এই ছবিটি শেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কারের জন্য অস্কার মনোনয়ন পায়।
[সম্পাদনা] পরিচালক হিসেবে টারান্টিনো
- রেজারভোয়ার ডগ্স (Reservoir Dogs)
- পাল্প ফিকশন (Pulp Fiction)
- কিল বিল (Kill Bill)
- কিল বিল ২ (Kill Bill Vol. 2)
যে সব ছবিতে তার অবদান ছিল
- ডেস্পারাডো (Desparado)
- হস্টেল (Hostel)
[সম্পাদনা] অভিনেতা টারান্টিনো
- From Dusk To Dawn ছবিতে