নিউটন (একক)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
- "নিউটন" এখানে পুনর্নিদেশিত হয়েছে। শিরোনামের অন্য ব্যবহার, দেখুন নিউটন (দ্ব্যর্থতা নিরসন)।
নিউটন হল বল-এর এস. আই. একক। নিউটন-কে 'N' দ্বারা প্রকাশ করা হয়। এক কিলোগ্রাম ভরের কোন বস্তুকে এক মিটার/বর্গ-সেকেন্ড ত্বরণ দিতে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে এক নিউটন বল বলা হয়। স্যার আইজ্যাক নিউটন(১৬৪২-১৭২৭)-এর নামে বলের এককের এই নামকরণ করা হয়েছে।