রয়েল বেঙ্গল টাইগার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রয়েল বেঙ্গল টাইগার বা বেঙ্গল টাইগার, বাঘের একটি উপপ্রজাতি। সাধারণত এটি ভারতে পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ, ভুটান, বার্মা, চীন এবং নেপালের রেইনফরেষ্ট ও তৃণভূমিতে রয়েল বেঙ্গল টাইগার বিচরণ করে। এর কমলা-বাদামি পশমে কালো ডোরাকাটা দাগ রয়েছে।