স্টার ট্রেক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টার ট্রেক একটি জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক টেলিভিশন সিরিজ। এটি ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশন চ্যানেলে দেখান হয়। এই কল্প ধারাবাহিক নাটকের কাহিনী গড়ে উঠেছে এন্টারপ্রাইজ নামে একটি মহাকাশযানকে ঘিরে। স্টার ট্রেক নামে সর্বমোট ৫টি টেলিভিশন সিরিজ, ও একটি কার্টুন সিরিজ তৈরী করা হয়। টেলিভিশন সিরিজ গুলো হলো:
- স্টার ট্রেক (১৯৬৪-১৯৬৭): মূল সিরিজটিতে অভিনয় করেন উইলিয়াম শ্যাটনার, লিওনার্ড নিময়, ডি ফরেস্ট কেলি, জেমস ডুহান, জর্জ তাকেই, এবং নিশেল নিকোল্স্।
- স্টার ট্রেক: দি নেক্সট জেনারেশন: এতে অভিনয় করেন প্যাট্রিক স্টুয়ার্ট, জোনাথন ফ্রেক্স, ব্রেন্ট স্পাইনার, মাইকেল ডর্ন প্রমুখ।
- স্টার ট্রেক: ডীপ স্পেস নাইন
- স্টার ট্রেক: ভয়েজার
- স্টার ট্রেক: এন্টারপ্রাইজ