ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ সেনা বাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট।
[সম্পাদনা] ইতিহাস
ব্রিটেন-এর নিকট থেকে ভারতের স্বাধীন হওয়ার ফলোশ্রুতিতে ১৯৪৮ সালের ১৫ই ফেব্রুযারী এই বহিনী গঠিত হয়। স্বাধীনতার চুক্তি মোতাবেক, মুসলিম জনগণকে আলাদা রাষ্ট্র পাকিস্তান দেওয়া হয়, যা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয়। নতুন পাকিস্তান সেনা বাহিনী গঠিত হয়েছিল প্রধানত দেশের পশ্চিমাংশের মানুষের সমন্বয়ে। পরবর্তিতে পূর্বাংশেও একটি রেজিমেন্ট গঠন করার প্রযোজনীয়তা দেখা দিলে, বিহার রেজিমেন্ট-এর বাঙালি সৈনিকদের দুটি কোম্পানির সম্মন্নয়ে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট-এর ১ম ব্যাটেলিয়ন গঠন করা হয়। এর কিছুকাল পরেই ২য় ব্যাটেলিয়ন গঠন করা হয়। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মোট ৮টি ব্যাটেলিয়ন গঠন করা হয়, যার মধ্যে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম ব্যাটেলিয়ন পশ্চিম পাকিস্তানে গঠন করা হয়।
১৯৭১ সালের মার্চ মাসে, পূর্ব পাকিস্তানের জনগণের উপর সামরিক হামলার প্রতিক্রিয়া সরূপ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটেলিয়ন বিদ্রোহ করে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা করে। প্রথমে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়েই স্বাধীনতা যোদ্ধাদের বাহিনী গঠিত হয়, যা মুক্তিবাহিনী নামে পরিচিত হয়। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানে রয়ে যাওয়া অংশকে প্রতিস্থাপন করতে অন্যান্য ইউনিট গড়ে তোলা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর এদের নিয়েই নতুন সেনা বাহিনী গঠন করা হয়। অবশ্য ৭ম ব্যাটেলিয়ন ৪৪তম ব্যাটেলিয়ন হিসাবে পাকিস্তান সেনা বাহিনীর ফ্রন্টিয়ার্স ফোর্স রেজিমেন্টে একত্রীভূত হয়, যারা ১৯৭১ সালে ১০ম ব্যাটেলিয়ন গঠনে নেতৃত্ব দিয়েছিল।
[সম্পাদনা] ভূমিকা
ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সেনা বাহিনীর সবচেয়ে বড় সৈন্য বিন্যাস । ১৫টি পদাতিক ব্রিগেডেই এই রেজিমেন্টের ব্যাটেলিয়ন আছে। এই রেজিমেন্ট বিদেশে শান্তি-রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারও বাস্তবায়ন করছে, যা বাংলাদেশকে জাতিসঙ্ঘ শান্তি মিশনের সবচেয়ে বড় অবদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- UNOCI
- ৩৬তম ব্যাটেলিয়ন, ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট
- ৩৮তম ব্যাটেলিয়ন, ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট
- UNMIL
- ৪০তম ব্যাটেলিয়ন, ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট