উইকিপিডিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়া (ইংরেজি: Wikipedia) একটি ওয়েব-ভিত্তিক, বহু-ভাষিক, মুক্ত-বিষয় বিশ্বকোষ (এনসাইক্লোপেডিয়া)। মুক্ত অর্থাৎ এই বিশ্বকোষ যে কেউ দেখতে ,বদলাতে বা অন্য কোথাও এর প্রয়োগ করতে পারে। উইকি-ভিত্তিক হওয়ায়, ইন্টারনেট সংযোগ এবং ওয়েব ব্রাউসার আছে এমন যে কেউ উইকিপিডিয়ার তথ্য বদলাতে পারবে। এই বিশ্বকোষ পরিচালনা করে উইকিমিডিয়া ফাউন্ডেশন (একটি অলাভজনক সংস্থা)। উইকিপিডিয়ার শুরু ১৫ জানুয়ারি, ২০০১ সালে। এখন পর্যন্ত ২০০টিরও বেশী ভাষায় উইকিপিডিয়া রয়েছে।
উইকি শব্দটির আভিধানিক অর্থ (হাওয়াইয়ান ভাষায়) হাঁটা। উইকি উইকি মানে দাঁড়িয়ে ছোট ছোট পায়ে হাঁটা। উইকি উইকি ওয়েব সংস্কৃতিতে সবার ছোট ছোট অবদান যুক্ত হয়েই এই সাইটটির মত ক্রমবর্ধমান সংগ্রহ গড়ে ওঠে।
- Wikipedia evolution through time (terms of service)