বিশ্বকোষ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্বকোষ শব্দটি ইংরেজি Encyclopaedia শব্দের বাংলা পারিভাষিক রূপ।
Encyclopaedia শব্দটির বিকল্প বানান হচ্ছে encyclopedia। শব্দটি প্রাচীন গ্রীক ἐγκύκλια παιδεία এনক্যুক্লিয়া পাইদেয়া শব্দ থেকে এসেছে যার অর্থ "সাধারণ শিক্ষা"।
- সংজ্ঞাঃ বিশ্বকোষ হচ্ছে এমন একটি সংগ্রহ যাতে বিশ্বজগতের সকল বিষয় সম্বন্ধে সাধারণ তথ্য থাকে বা কোন একটি বিশেষ বিষয় সম্বন্ধে বিস্তারিত ও গভীর আলোচনা থাকে।
[সম্পাদনা] বাংলা ভাষায় বিশ্বকোষ
নগেন্দ্রনাথ বসু সম্পাদিত 'বিশ্বকোষ' নামে বিশ্বকোষের কাজ শুরু ১৯০২ সালে শুরু হয়ে ১৯১১ সালে এর প্রকাশনা শেষ হয়। প্রায় সতের হাজার পৃষ্ঠার এই বিশ্বকোষটি ২২ খন্ডে সঙ্কলিত হয়েছিল। তবে বাংলা ভাষায় প্রথম উল্লেখযোগ্য বিশ্ব্বকোষ জাতীয় গ্রন্থ প্রকাশিত হয় 'ভারতকোষ' নামে। প্রকাশকাল ১৮৯৬-১৯০৬। তিন খন্ডে প্রকাশিত 'ভারতকোষ'-এর সঙ্কলক ছিলেন রাজকৃষ্ণ রায় ও শরচ্চন্দ্র দেব। এছাড়াও ১৯৭২ সালে খান বাহাদুর আবদুল হাকিমের সম্পাদনায় ঢাকা হতে প্রকাশিত ৪ খন্ডের বাংলা বিশ্বকোষের নাম উল্লেখযোগ্য।
[সম্পাদনা] বিভিন্ন বিশ্বকোষ
- উইকিপিডিয়া
- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
- এনকার্টা
- এনসাইক্লোপিডিয়া অ্যামেরিকানা
- ব্রিটানিকা ম্যাক্রোপিডিয়া
- ইসলামী বিশ্বকোষ
- বাংলাপিডিয়া
- কিতাব আশ শিফা
- গ্রেট বুক্স অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড