এআইএডিএমকে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অখিল ভারত আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (ইংরেজি All India Anna Dravida Munnetra Kazhagam, তামিল அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்) সংক্ষেপে এআইএডিএমকে ভারতের একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৭২ সালে এম.জি. রামচন্দ্রন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটির নেতা হলেন জে. জয়ালালিথ।
২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৮ ৫৪৭ ০১৪ ভোট পেয়েছিল (২.২%)। কিন্তু দলটি সংসদে কোন আসনে জয় লাভ করতে সক্ষম হয় নাই।