কমনওয়েলথ অব নেশন্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র সমূহ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতি সমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ৫৩। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
[সম্পাদনা] বহির্সংযোগ
- কমনওয়েলথ অব নেশন্স ওয়েবসাইট
- কমনওয়েলথ সচিবালয়
- কমনওয়েলথ ইন্সটিটিউট, লন্ডন
- কমনওয়েলথ - যুক্তরাজ্যের সরকারী ওয়েবসাইট
- কমনওয়েলথ অব লার্নিং
- রয়্যাল কমনওয়েলথ সোসাইটি
- রয়্যাল কমনওয়েলথ সোসাইটি (কানাডা)
- ইংরেজ সম্রাজ্য ও কমনওয়েলথ জাদুঘর, ব্রিস্টল, যুক্তরাজ্য
- এসোসিয়াশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটি
- ফেডারেল কমনওয়েলথ সোসাইটি
- ইউনিভার্সিটি অব লন্ডন ইন্সটিটিউট অব কমনওয়েলথ স্টাডিস
- কমনওয়েলথ সাহিত্য ও ভাষা শিক্ষা এসোসিয়েশন
- দ্যা কমনওয়েলথ এস এ পপুলার ক্লাব
- কমনওয়েলথ কি?
- কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন
- মাল্টা কমনওয়েলথ সম্মেলন, ২০০৫
এন্টিগুয়া ও বারবুদা • অস্ট্রেলিয়া • বাহামা • বাংলাদেশ • বার্বাডোস • বেলিজ • বতসোয়ানা • ব্রুনাই • ক্যামেরুন • কানাডা • সাইপ্রাস • ডোমেনিকা • ফিজি • গাম্বিয়া • ঘানা • গ্রানাডা • গুয়ানা • ভারত • জামাইকা • কেনিয়া • কিরিবাতি • লেসোথো • মালাউই • মালয়েশিয়া • মালদ্বীপ • মালটা • মরিশাস • মোজাম্বিক • নামিবিয়া • নাওরু • নিউজিল্যান্ড • নাইজেরিয়া • পাকিস্তান • পাপুয়া নিউ গিনি • সেইন্ট কিট্স ও নেভিস • সেন্ট লুসিয়া • সেইন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন • সামোয়া • সেইচেলিস • সিরিয়ালিয়ন • সিঙ্গাপুর • সলমন দ্বীপপুঞ্জ • দক্ষিণ আফ্রিকা • শ্রীলংকা • সুইজারল্যান্ড • তানজিনিয়া • টোঙ্গা • ত্রিনিদাদ ও টোবাগো • টুভুলু • উগান্ডা • যুক্তরাজ্য • ভানাতু • জাম্বিয়া