পাই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাই (প্রতীক π, প্রাচীন গ্রিক ভাষায় পি) একটি গানিতিক ধ্রুবক। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই দ্বারা প্রকাশ করা হয়। এটি একটি অমূলদ সংখ্যা এবং এর মান ৩.১৪১৫৯+ । এটি আর্কিমিডিস ধ্রুবক নামেও পরিচিত। ১৭৭০ খ্রীষ্টাব্দে ল্যাম্বার্ট প্রমাণ করেন, পাই একটি অমূলদ সংখ্যা। ১৮৮২ খ্রীষ্টাব্দে লিন্ডারমান প্রমাণ করেন যে, পাই তুরীয়(transcendental)। এতে করে বৃত্তকে রুলার-ও-কম্পাস এর মাধ্যমে বর্গীকরন(squaring) যে অসম্ভব তা প্রমাণের মধ্য দিয়ে, এই সংক্রান্ত প্রাচীন গ্রীক সমস্যাটির সমাপ্তি ঘটে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।