আলেক্সান্দ্র ব্লক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেক্সান্দ্র ব্লক (Alexander Blok) (১৮৮০-১৯২১) প্রখ্যাত এক রুশ কবি। কোন কোন সমালোচকের মতে রুশ সাহিত্যের ইতিহাসে পুশকিনের পর তিনিই সবচেয়ে প্রতিভাবান কবি ছিলেন।
[সম্পাদনা] জীবনী
সেইন্ট পিটার্সবার্গের এক বিশিষ্ট বুদ্ধিজীবি পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন আইনের অধ্যাপক এবং তার নানা ছিলেন সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর। তার বাবা-মার ছাড়াছাড়ি হয়ে যাবার পর তিনি মস্কোর অদূরে চলে আসেন আত্মীয়দের কাছে। এখানে তিনি সলোভিয়ভের দর্শন আর তিউত্চেভ এবং ফেত-এর কবিতার সাথে পরিচিতি লাভ করেন। এদের প্রভাব তার শুরুর দিকের কবিতায় লক্ষণীয়।
ব্লক প্রখ্যাত রসায়নবিদ মেন্দেলিভের কন্যা লিউবার প্রেমে পড়ে যান এবং ১৯০৩ সালে তাকে বিয়ে করেন। পরে লিউবা তাকে আরেক প্রতীকী লেখক আন্দ্রে বেলির সাথে এক জটিল সম্পর্কে জড়িয়ে ফেলেন। ১৯০৪ সালে লিউবাকে নিয়ে লেখা কবিতাচক্র অপরূপা রমনীকে নিয়ে পংক্তি ব্লক-কে খ্যাতি এনে দেয়।
এই গ্রন্থটি তাকে রুশ প্রতীকীবাদ (Russian Symbolism) নামক শৈল্পিক ধারার প্রথম কাতারে নিয়ে আসে। তার কবিতা শুরু থেকেই সংগীতময়, কিন্তু পরে তিনি ছন্দ ও স্পন্দন নিয়েও সাহসী পরীক্ষা-নিরীক্ষা চালান। কাব্যিক প্রেরণা তার কাছে ছিল একদমই সহজাত।
[সম্পাদনা] খ্যাতির শিখরে
সেইন্ট পিটার্সবার্গ-কে নিয়ে ব্লক একটি সংকলন লিখেন - নগরী। এতে তিনি শহরটিকে অদ্ভূত রহস্যময় এক রূপদান করেন। পরবর্তীতে ফাইনা ও বরফের মুখোশ গ্রন্থ দুটি প্রকাশ পেলে তার নামযশ গগনচুম্বী আকার ধারন করে। বিংশ শতকের প্রথম দুই দশককে রুশ কবিতার রৌপ্য যুগ বলা হয়ে থাকে। ব্লকের প্রভাব তখন এতই প্রবল যে মাঝে মাঝে একে 'ব্লকের যুগ' হিসেবেও আখ্যায়িত করা হয়। নতুন প্রজন্মের প্রতিভাবান কবিরা - আখ্মাতোভা, পাস্তের্নাক, নাবোকভ ও ত্স্ভেতায়েভা - সকলেই তার উদ্দেশ্যে শ্রদ্ধামূলক কবিতা রচনা করেন।
জীবনের শেষের দিকে তিনি রাজনীতি ও রুশ জাতির নিয়তি নিয়ে ভাবান্বিত হয়ে পড়েন। মহাপ্রলয়ের আশংকায় তার মন ভরে ওঠে। ১৯১৭ সালের গ্রীষ্মকালে রুশ বিপ্লবের মাত্র কয়েক মাস আগে তিনি তার আশংকার কথা ডায়েরীর পাতায় ব্যক্ত করেন। অক্টোবর বিপ্লব এলে তিনি এটিকে সেই প্রলয়ের পরিণতি বলেই ধরে নেন।
১৯১৮ সালে তিনি বারোজন নামে একটি কবিতায় রুশ বিপ্লব সম্পর্কে তার ভাবনা তুলে ধরেন। বারোজন রুশ সাহিত্যে অতি বিতর্কিত এক কবিতা। কর্কশ ভাষায় তিনি বারোজন বলশেভিক খুনী ও ধর্ষণকারীর বর্ণনা দেন। এই কবিতাটির ফলে ব্লকের পুরনো গুণমুগ্ধরা তাকে পরিত্যাগ করেন। এবং কমিউনিস্টরা তার উপর হন মহা অসন্তুষ্ট।
তিনি মানসিক বিষন্নতা রোগে নিমজ্জিত হয়ে যান। মৃত্যুর কিছুদিন আগে তিনি পুশকিনের উপর একটি বিখ্যাত বক্তৃতা দেন। মাত্র ৪০ বছর বয়সে তার মৃত্যু ঘটে। মৃত্যুর কারন নিয়ে এখনো দ্বন্দ্ব আছে। কারো মতে তিনি গৃহযুদ্ধ প্রসূত দুর্ভিক্ষে মারা যান।
[সম্পাদনা] ব্লকের একটি কবিতা
Night, street, lamp, drugstore, |
Ночь, улица, фонарь, аптека, |
(১০ অক্টোবার ১৯১২ খ্রীস্টাব্দে লেখা। উৎস: [1])
ক্লাসিসিজম (১৭০০-১৮০০): আন্তিয়োখ দ্মিত্রিয়েভিচ কান্তেমির - ভাসিলি কিরিল্লভিচ ত্রেদিয়াকোভ্স্কি - মিখাইল ভাসিলিয়েভিচ লমনোসভ - আলেক্সান্দ্র পেত্রোভিচ সুমারোকভ - গাভ্রিলা রমানভিচ দেজার্দিন
জ্ঞানবাদী বাস্তবতা (১৭০০-১৮০০): দেনিস ইভানভিচ ফন্ভিজিন - আলেক্সান্দ্র রাদিশ্শ্যেভ - ইভান আন্দ্রেইয়েভিচ ক্রিলোভ সেন্টিমেন্টালিজম: নিকলাই মিখাইলভিচ কারাম্জিন রোমান্টিসিজম: ভাসিলি আন্দ্রেইয়েভিচ জ্কোভ্স্কি - কন্দ্রাতি ফিয়োদরভিচ রিলেইয়েভ - আলেক্সাদ্র সের্গেইয়েভিচ গ্রিবইয়েদভ - আলেক্সাদ্র সের্গেইয়েভিচ পুশ্কিন - মিখাইল য়্যুরিয়েভিচ ল্যের্মন্তভ - নিকলাই ভাসিলিয়েভিচ গোগল - আলেক্সেই ভাসিলিয়েভিচ কল্ৎসোভ - আলেক্সান্দ্র নিকলায়েভিচ অস্ত্রোভ্স্কি প্রকৃতিবাদ: ভিস্সারিওন বেলিন্স্কি - ইভান সের্গেইয়েভিচ তুর্গ্যেনেভ - ইভান আলেক্সান্দ্রভিচ গন্চারভ - আলেক্সান্দ্র ইভানভিচ হের্ৎসেন - নিকলাই আলেক্সেইয়েভিচ নেক্রাসভ কলাকৈবল্যবাদ: ফিয়োদর ইভানভিচ ত্যুত্চেভ - আফানাসি আফানাসিয়েভিচ ফ্যেত সমালোচনা সাহিত্য: নিকলাই গাভ্রিইলাভিচ চের্নিশ্যেভ্স্কি - নিকলাই আলেক্সান্দ্রভিচ দব্রল্যুবোভ - দ্মিত্রি ইভানভিচ পিসারেভ - মিখাইল ইয়েভ্গ্রাফভিচ সাল্তিকোভ শ্চেদ্রিন বিচারমূলক বাস্তবতা: ফিয়োদর মিখাইলভিচ দস্তইয়েভ্স্কি - ল্যেভ্ নিকলাইয়েভিচ তল্স্তোয় - আন্তন পাভ্লভিচ চ্যেখভ সমাজতান্ত্রিক বাস্তবতা: মাক্সিম গোর্কি - আলেক্সান্দ্র ইভানভিচ কুপ্রিন - ইভান আলেক্সেইয়েভিচ বুনিন - আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয় আধুনিকতাবাদ: লেয়োনিদ নিকলাইয়েভিচ আন্দ্রেইয়েভ প্রতীকবাদ: ভাল্যেরি ইয়াকভ্লেভিচ ব্র্যুসভ - ভিয়াচেস্লাভ ইভানভ - আন্দ্রেই বিয়েলি - আলেক্সান্দ্র আলেক্সান্দ্রভিচ ব্লক চূড়ান্তবাদ: নিকলাই স্তেপানভিচ গুমিলিয়োভ - ওসিপ্ য়েমিলিয়েভিচ মান্ডেল্স্টাম - আন্না আন্দ্রেইয়াভ্না আখ্মাতভা- ইমেজইজম: সের্গেই আলেক্সান্দ্রভিচ য়েস্যেনিন ভবিষ্যৎবাদ: ভিক্তর ভ্লাদিমিরভিচ খ্লেব্নিকভ - ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ মায়াকোভ্স্কি - মারিনা ইভানভ্না ত্সভেতায়েভা - বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক প্রাথমিক সোভিয়েত সাহিত্য: নিকলাই আসেইয়েভ - নিকলাই তিখ্নভ গঠনবাদ: ইলিয়া সেল্ভিন্স্কি - এদুয়ার্দ বাআইজাক-ভ্লাদিমির আলেক্সান্দ্রভিচ লুগোভ্স্কোয় - পাভেল গ্রিগরিয়ভিচ আন্তকোল্স্কি - প্রলেতারীয়: দেমিয়ান বিয়েদ্নি - ইওসিফ পাভ্লভিচ উৎকিন - মিখাইল স্ভেৎলোভ - আলেক্সান্দ্র আন্দ্রেইয়েভিচ প্রকোফিয়েভ - মিখাইল ভাসিলিয়েভিচ ইসাকোভ্স্কি - আলেক্সেই আলেক্সান্দ্রভিচ সুরকোভ - স্তেপান পেত্রোভিচ শ্চিপাচোভ - ইলিয়া গ্রিগোরিয়েভিচ এলেনবুর্গ আইজাক বাবেল - আলেক্সান্দ্র সল্ঝেনিত্সিন - জোসেফ ব্রডস্কি - বরিস আকুনিন - - ভার্লাম শালামভ - ভাসিলি গ্রস্ম্যান - ভ্লাদিমির নাবোকভ্ - মিখাইল বুল্গাকভ্ - মিখাইল লের্মোন্তোভ্ - মিখাইল শলোখভ্ |