ইস্তোনিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইস্তোনিয়া (ইস্তোনীয় ভাষায় Eesti এস্তি) উত্তর ইউরোপের ছোট একটি রাষ্ট্র। সরকারীভাবে এর নাম এস্তোনিয়া প্রজাতন্ত্র (Eesti Vabariik এস্তি ভাবারিক)। এর রাজধানীর নাম তাল্লিন। এর দক্ষিণে রয়েছে লাতভিয়া, পূর্বে রাশিয়া, উত্তরদিকে এস্তোনিয়া ও ফিনল্যান্ড এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড উপসাগর, এবং পশ্চিমদিকে এর ও সুইডেনের মধ্যে রয়েছে বাল্টিক সাগর।
বাল্টিক সাগরের তীরবতী এই দেশটির জন্ম ২০শে আগস্ট ১৯৯১ সালে। অবশ্য ইতিপূবে ১৯১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতা ঘোষনা করে। পরে "ইস্তোনিয়ান স্বাধীনতা সংগ্রাম" এর মধ্য দিয়ে দেশটি রুশ সাম্রাজ্যের দখল মুক্ত হয়। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৩৫১ মিলিয়ন। ২০০৪ সালের ১লা মে হতে ইস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এবং একই বছরের ২৯শে মার্চ হতে ন্যাটো জোটভুক্ত।
সূচিপত্র |