জটিল সংখ্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জটিল সংখ্যা
বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা মিলে তৈরি হয় জটিল সংখ্যা। অর্থাৎ জটিল সংখ্যার বাস্তব এবং অবাস্তব -- দুটি অংশ থাকে। a এবং b যদি বাস্তব সংখ্যা হয়, তবে a+ib এই আকারের রাশিটি একটি জটিল সংখ্যা। এখানে i হল -1-এর একটি কাল্পনিক বর্গমূল (অন্যটি -i)| জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য আরগ্যান্ড সমতল ব্যবহার করা হয়।