জোন অফ আর্ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোন অফ আর্ক একজন ফরাসি কৃষক-কন্যা যিনি ইংরেজ বিরোধী যুদ্ধে বীরত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন। ইংরেজ সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর তাঁকে ডাইনী সন্দেহে পুড়িয়ে মারা হয়। রোমান ক্যাথলিক চার্চ জোন অফ আর্ককে সেইন্ট বলে স্বীকৃতি দিয়েছে।