বাংলাদেশের মাছ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাছে ভাতে বাঙ্গালী- নদী মাতৃক বাংলাদেশ এর চিরাচরিত প্রবাদ। অসংখ্য নদী, খাল, বিল, হাওর, বাওর, ডোবা, নালার বাংলাদেশ এ পাওয়া যায় নানা রং, স্বাদ এর মাছ। আকার আকৃতিতে ও এরা যেমন বিচিত্র, নামগুলোও তেমনি মজার। বৌ মাছ, গুলশা, তপসে, চিতল, কাকিলা, কই, শিং, পাবদা আরও কত কি!