বারাক ওবামা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারাক হোসাইন ওবামা জুনিয়র (Barack Obama) (জন্ম আগস্ট ৪, ১৯৬১) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনীতিবিদ। তিনি প্রগতিশীল ডেমোক্রেট দলের সদস্য। বর্তমানে তিনি মার্কিন সিনেট-এ ইলিনয় অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি অথবা সিনেটর-এর দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ধারায় তাকে একজন উদীয়মান তারকা হিসেবে গণ্য করা হয়।
বারাক ওবামার বাবা ছিলেন কেনিয়ার একজন অর্থনীতিবিদ এবং তার মা ছিলেন শ্বেতাঙ্গ আমেরিকান। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন।
২০০৪ সালে বস্টনে অনুষ্ঠিত ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন তিনি মূল বক্তৃতা (keynote speech) প্রদান করেন। তার আগে পর্যন্ত ওবামা জাতীয় পরিসরে মোটামুটি অচেনাই ছিলেন। তার অসামান্য বক্তৃতাটির ফলে তিনি নিমেষে জাতির কাছে পরিচিতি লাভ করেন।
সেই বছরের নভেম্বর মাসে তিনি ইলিনয় অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন এবং বিপুল ব্যবধানে রিপাবলিকান দলের প্রতিপক্ষ রেভারেন্ড আল শার্প্টনকে পরাজিত করেন। অনেকের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হবার মতো মেধা ও চারিত্রিক বৈশিষ্ট্য ওবামার মধ্যে রয়েছে।