আইজাক আসিমভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইজাক আসিমভ (১৯২০-১৯৯২) বিশ্ববিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক। তাকে বলা হয় 'গ্রান্ড মাস্টার অব সাইন্স ফিকশন'। তার বিখ্যাত সাইন্স ফিকশন সিরিজ 'ফাউন্ডেশন' 'বেস্ট অল টাইম সায়েন্স ফিকশন সিরিজ' হিসেবে ভূষিত হয়। তিনি একাধিকবার হুগো ও নেবুলা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি রবোটিক্সের তিনটি সূত্র প্রদান করেন।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
আইজাক আসিমভ ১৯২০ সালে রাশিয়ার স্মলিনস্ক শহরে একটি ইহুদী পরিবারে জন্মগ্রহন করেন। তিন বছর বয়সে যুক্তরাষ্ট্র চলে আসেন সপরিবারে। নিউইয়র্কের ব্রুকলিন শহরে বসবাস করতে থাকেন। আট বছর বয়সে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে রসায়নে ১৯৩৯ সালে বিএসসি এবং ১৯৪১ সালে এমএসসি ডিগ্রী লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলাডেলফিয়া নেভাল এয়ার এক্সপেরিমেন্টাল স্টেশনে কেমিস্ট হিসেবে কাজ করে কর্পোরাল পদে উন্নীত হন। ১৯৪৯ সালে বোস্টন বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিভাগে শিক্ষক হসেবে নিযুক্ত হন।
[সম্পাদনা] মৃত্যু
১৯৯২ খ্রীস্টাব্দে আসিমভের মৃত্যু হয়। মৃত্যুর ১০ বছর পর তাঁর স্ত্রী প্রকাশ করেন যে, আসিমভ এইডস-সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন। হৃৎপিন্ডে অস্ত্রোপচারের সময় সঞ্চালিত দূষিত রক্ত হতে তাঁর দেহে এইডসের সংক্রমন হয়েছিল। এইডস এর সাথে জড়িত বিতর্কের কারণে আসিমভের মৃত্যুর সময় এই তথ্য প্রকাশ করা হয় নাই। পরবর্তীতে তাঁর তৎকালীন চিকিৎসকদের মৃত্যুর পরে আসিমভের পরিবার এই কথা প্রকাশ করেন।
[সম্পাদনা] উল্লেখযোগ্য বইয়ের তালিকা
আসিমভের বইয়ের সংখ্যা প্রায় তিনশো। বিজ্ঞান কল্পকাহিনী ছাড়াও তিনি বিজ্ঞানের মৌলিক বিষয়ের উপর বই লিখেছেন।
[সম্পাদনা] বৈজ্ঞানিক কল্পকাহিনী
[সম্পাদনা] "গ্রেটার ফাউন্ডেশন" সিরিজ
রোবট সিরিজ:
- দি কেইভ্স অফ স্টিল (১৯৫৪)
- দি ন্যাকেড সান (The Naked Sun - ১৯৫৭
- দি রোবট্স অফ ডন (The Robots of Dawn - ১৯৮৩)
- রোবট্স অ্যান্ড এম্পায়ার (Robots and Empire - ১৯৮৫)
গ্যালাক্টিক এম্পায়ার সিরিজ:
- পেব্ল ইন দ্য স্কাই (Pebble in the Sky - ১৯৫০)
- দি স্টার্স, লাইক ডাস্ট (The Stars, Like Dust - ১৯৫১)
- দি কারেন্ট্স অফ স্পেস (The Currents of Space - ১৯৫২)
Original Foundation trilogy:
- ফাউন্ডেশন (Foundation - ১৯৫১),
- ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার (Foundation and Empire - ১৯৫২),
- সেকেন্ড ফাউন্ডেশন (Second Foundation - ১৯৫৩)
বর্ধিত ফাউন্ডেশন সিরিজ:
- ফাউন্ডেশন্স এজ (১৯৮২)
- ফাউন্ডেশন এন্ড আর্থ (Foundation and Earth)
- প্রিলিউড টু ফাউন্ডেশন (Prelude to Foundation)
- ফরওয়ার্ড দ্য ফাউন্ডেশন (Forward the Foundation)
[সম্পাদনা] পুরস্কার
ফাউন্ডেশনের প্রথম তিনটি খন্ড (ফাউন্ডেশন,ফাউন্ডেশন এন্ড এম্পায়ার এবং সেকেন্ড ফাউন্ডেশন) নিয়ে গঠিত ফাউন্ডেশন ট্রিলজি ১৯৬৬ সালে দ্য ওয়ার্ল্ড সাইন্স ফিকশন কনভেনশন থেকে বেস্ট অল টাইম সাইন্স ফিকশন সিরিজ হিসেবে হুগো এওয়ার্ড লাভ করেন। দ্য গডস দেমসেলভস এর জন্য তিনি একই সাথে হুগো ও নেবুলা এওয়ার্ড লাভ করেন। ১৯৮৭ সালে সাইন্স ফিকশন রাইটার্স এসোসিয়েশন অব আমেরিকা তাকে গ্রান্ড মাস্টার অব সাইন্স ফিকশন এর সম্মানে ভূষিত করে।