এইডস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এইডস (ইংরেজীতে AIDS, পূর্ণ রূপ হচ্ছে Acquired immunodeficiency syndrome অথবা acquired immune deficiency syndrome সংক্ষেপে AIDS অথবা Aids) হচ্ছে এইচ.আই.ভি. নামক ভাইরাসের কারনে সৃষ্ট এক ব্যাধী, যা মানুষের শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা হ্রাস করে দেয়। এতে করে একজন এইডস রোগী খুব সহজেই যে কোন সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।
এইচ.আই.ভি. সংক্রমণের সঙ্গে সঙ্গেই কিন্তু এইডস হয়না। কিন্তু যেহেতু একবার সংক্রামক এইচ.আই.ভি. শরীরে ঢুকলে তাকে পুরোপুরি দূর করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, তাই এইচ.আই.ভি. সংক্রমণ হলে এইডস প্রায় অনিবার্য। তবে বিনা চিকিৎসায় এইডস পর্যায়ে পৌছতে যদি লাগে গড়ে দশ বছর তবে চিকিৎসার দ্বারা তাকে আরো কিছু বছর পিছিয়ে দেওয়া যায়। কিন্তু "হার্রট"(HAART) নামে এইডস এর যে কম্বিনেশন ওষুধ দ্বারা চিকিৎসা পদ্ধতি তা অত্যন্ত খরচ সাপেক্ষ।
[সম্পাদনা] এইচ.আই.ভি. কিভাবে ছড়ায়
- এইচ.আই.ভি. তে আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহন করলে, বা তার ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সূঁচ ব্যবহার করলে।
- এইচ.আই.ভি. তে আক্রান্ত গর্ভবতী মায়ের শিশুরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গর্ভধারণের শেষদিকে বা প্রসবের সময় হতে পারে। তবে জিডোভুডিন ওষুধ ব্যবহার করে এই সম্ভাবনা কিছুটা কম করা যায়, এবং তা করলে মায়ের দুধও বাচ্চাকে দেওয়া যেতে পারে (কারণ মার দুধ না পেলে গরীব ঘরে জন্মানো বাচ্চার মৃত্যুসম্ভাবনা আরো বেশী)
- এইচ.আই.ভি. তে আক্রান্ত কারো সাথে অসংরক্ষিত (কনডম ব্যবহার না করে) যৌন সম্পর্ক করলে।
আসলে শরীর জাত অধিকাংশ তরল ক্ষরণে এইচ.আই.ভি. নিষ্কৃত হয়। তবে স্নেহপদার্থের আবরণ (envelop) থাকায় এইচ.আই.ভি. অত্যন্ত ভঙ্গুর। তাই এইচ.আই.ভি. শরীরের বাইরে বেশীক্ষণ বাঁচেনা। এই কারণে সরাসরি রক্ত বা যৌন নিঃসরণ শরীরে প্রবেশ না করলে এইচ.আই.ভি. সংক্রমণের সম্ভাবনা খুব কম। শুধুমাত্র স্পর্শ, একসাথে খাওয়া, এমনকি একই জামাকাপড় পরা, বা মশার কামড়ে কখনো এইচ.আই.ভি. ছড়ায়না। তাই এইচ.আই.ভি. সংক্রমণ ছোঁয়াচে নয়(not contageous)।
এইচআইভি | এইচআইভি • এইডস • এইচআইভির গঠন ও জীনতত্ত্ব • এইচআইভি পরীক্ষা • এইচআইভি সংক্রমণের জন্য সিডিসি শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি • এইচআইভি রোগের উন্নয়ন হার • এইচআইভি টীকা • WHO Disease Staging System for HIV Infection and Disease • AIDS dementia complex • Antiretroviral drug |
ইতিহাস | AIDS origin • AIDS pandemic • AIDS Museum • Timeline of AIDS • Oral polio vaccine AIDS hypothesis • Reappraisal of HIV-AIDS Hypothesis • Duesberg hypothesis |
সংস্কৃতি | International AIDS Conference • International AIDS Society • বিশ্ব এইডস দিবস • Treatment Action Campaign • UNAIDS • NAMES Project AIDS Memorial Quilt • HIV and AIDS misconceptions • List of HIV-positive people • People With AIDS Self-Empowerment Movement • HIV-positive fictional characters |
অঞ্চল অথবা দেশ অনুসারে | Articles on the AIDS pandemic in... Sub-Saharan Africa • Asia • the Caribbean • China • Eastern Europe and Central Asia • Western Europe • India • Latin America • Russia • United States • Taiwan • List of countries by HIV/AIDS adult prevalence rate |