নিকলাস কপারনিকাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকলাস কপারনিকাস (লাতিন ভাষায় Nicolaus Copernicus নিকোলাউস্ কোপের্নিকুস্) (ফেব্রুয়ারি ১৯, ১৪৭৩ - মে ২৪, ১৫৪৩) একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনিই প্রথম আধুনিক সূর্য কেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। এই নাম টি মূলত কপারনিকাসের নিজের গৃহীত ল্যাটিন নাম। তার প্রকৃত নাম ছিল নিকলাস কপারনিক। তার বাবা ছিলেন একজন তামা ব্যবসায়ী। পরে তিনি রাজনীতিতে যোগ দেন এবং টরুন শহরের ম্যাজিস্ট্রেট হন। এই শহরেই কপারনিকাস এর জন্ম। কথিত আছে কপারনিকাস সেরিব্রাল হেমারেজ এর কারণে মারা যান।