সিগমুন্ড ফ্রয়েড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ফ্রয়েড"- এর অন্যান্য অর্থের জন্য দেখুন ফ্রয়েড (ব্যাতিক্রম)
সিগমুন্ড ফ্রয়েড (জার্মান Sigmund Freud যীক্মুন্ট্ ফ্রয়ট্ আ-ধ্ব-ব [ˈziːkmʊnt ˈfrɔʏt]) (মে ৬, ১৮৬৫- সেপ্টেম্বর ২৩, ১৯৩৯) ছিলেন একজন অস্ট্রিয়ান মনস্তত্ববিদ। তিনি "মনোবীক্ষণ" (Psychoanalysis) নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। তিনি "মনোবীক্ষণের পিতা" হিসেবে পরিচিত। তার বিভিন্ন কাজ জনমানসে বিরাট প্রভাব ফেলে এবং 'অবচেতন','ফ্রয়েডিয় স্খলন','আত্মরক্ষন প্রক্রিয়া' এবং 'স্বপ্নের প্রতিকী মূল্যয়ন' প্রভৃতি ধারণা জনপ্রিয়তা পায়। একই সাথে এরা সাহিত্য,চলচিত্র,মার্ক্সবাদী আর নারীবাদী তত্বের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে।