এস্আই একক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক একক পদ্ধতি কে সংক্ষেপে এস্আই (ফরাসী ভাষায় Système International) একক বলা হয়। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনিন্দন জীবনে ব্যাবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যাবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (MKS) পদ্ধতি সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।
[সম্পাদনা] এস্আই একক সমূহ
নাম | চিহ্ন | রাশি |
---|---|---|
কিলোগ্রাম | kg | ভর |
সেকেন্ড | s | সময় |
মিটার | m | দুরত্ব |
অ্যাম্পিয়ার | A | বৈদুতিক প্রবাহ |
কেলভিন | K | তাপমাত্রা |
মোল | mol | পদার্থের পরিমাণ |
ক্যান্ডেলা | cd | দীপন তীব্রতা |