বাইজেন্টাইন সাম্রাজ্য
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাইজেন্টাইন সাম্রাজ্য বলতে মধ্যযুগে গ্রীক ভাষাভাষী পূর্ব-রোমক সম্রাজ্যকে বোঝায়। এর রাজধানী ছিল কন্সটান্টিনোপল। প্রাচীন গ্রীক নগরী বাইজানশিয়ামের উপর প্রতিষ্ঠিত হয়েছিল বলে এর নাম বাইজেন্টাইন সাম্রাজ্য। ধারনা করা হয়, সম্রাট কন্সটান্টাইন এই সম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ৩৩০ খ্রিস্টাব্দে। ১৪৫৩ সালে তুর্কিদের দ্বারা আক্রান্ত হয়ে কন্সটান্টিনোপলের পতন হলে বাইজেন্টাইন সাম্রাজজ্যের পতন ঘটে