মোজিলা ফায়ারফক্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফায়ারফক্স একটি মুক্ত সোর্স ওয়েব ব্রাউজার। মোজিলা ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বের অনেক প্রোগ্রামারের প্রচেষ্টায় এটি তৈরী করা হয়েছে। [১]ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকায় অনেক ব্যবহারকারী বর্তমানে ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। প্রাথমিক ভাবে এটি মোজিলা অ্যাপ্লিকেশন স্যুইট এর অংশ হিসাবে তৈরী করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি মোজিলা ফাউন্ডেশনের প্রধান সফটওয়ারে পরিণত হয়েছে।
নভেম্বর ৯, ২০০৪ এ ফায়ারফক্সের ১.০ সংস্করণ ছাড়া হয়। তার পূর্বেই এটি গণমাধ্যমে সমাদৃত হয় (যেমন ফর্বস ম্যাগাজিন [২] ও ওয়াল স্ট্রিট জার্নাল।[৩] ১.০ সংস্করণ ছাড়ার মাত্র ৯৯ দিনের মধ্যেই ফায়ারফক্স ২.৫ কোটি বার ডাউনলোড করা হয়, যার ফলে এটি সবচেয়ে বেশি ডাউনলোড কৃত মুক্ত সোর্স সফটওয়ারের মর্যাদা লাভ করে।[৪] ২০০৫ সালের অক্টোবর ১৯ তারিখে ফায়ারফক্সের ১০ কোটিতম ডাউনলোড সংঘটিত হয়, যা প্রথম সংস্করণ ছাড়ার মাত্র ৩৪৪ দিন পরে। ২০০৫ সালের নভেম্বর ২৯ তারিখে ফায়ারফক্সের ১.৫ সংস্করণ ছাড়া হয়, যা প্রথম ৩৬ ঘন্টার মধ্যেই ২০ লাখ বার ডাউনলোড করা হয়।[৫]
ফায়ারফক্সের মধ্যে রয়েছে পপ-আপ বন্ধ করার ব্যবস্থা, ট্যাবকৃত পৃষ্ঠা প্রদর্শনের কৌশল, এবং এর কার্যকারিতা বাড়ানোর জন্য প্রসারণ বা Extension এর ব্যবস্থা। অন্যান্য অনেক ব্রাউজারে এসব সুবিধার কিছু কিছু গ্রহন করা হয়েছিল, কিন্তু ফায়ারফক্সই প্রথম ব্রাউজার, যাতে সবগুলো সুবিধা যুক্ত হয়।
মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং অ্যাপল কম্পিউটার এর সাফারি ব্রাউজারের বিকল্প হিসাবে ফায়ারফক্স মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ২০০৬ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী মোট ইন্টারনেট ও ওয়েব ব্যবহারকারীর প্রায় ১২% ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। এর মধ্যে ফিনল্যান্ডে এর প্রচলন সবচেয়ে বেশি (৪০%)।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ মোজিলায় অবদানকারীদের তালিকা, মোজিলা ডট অর্গ ওয়েবসাইট থেকে।
- ↑ Forbes, September 29 2004.
- ↑ Wall Street Journal, September 16 2004. ওয়াল্টার মসবার্গ লিখেছিলেন: "I suggest dumping Microsoft's Internet Explorer Web browser, which has a history of security breaches. I recommend instead Mozilla Firefox, which is free at www.mozilla.org. It's not only more secure but also more modern and advanced, with tabbed browsing, which allows multiple pages to be open on one screen, and a better pop-up ad blocker than the belated one Microsoft recently added to IE."
- ↑ Stross, New York Times. December 19 2004. নিবন্ধটিতে বলা হয়েছে যে, "With Firefox, open-source software moves from back-office obscurity to your home, and to your parents', too. (Your children in college are already using it.)"
- ↑ Asa Dotzler - Firefox and more: more than two million