হিপোক্রেটিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিপোক্রেটিস (প্রাচীন গ্রিক Ἱπποκράτης হিপ্পোক্রাত্যাস্) প্রাচীন গ্রীক চিকিৎসাবিদ। তিনিই প্রথম রোগীদেরকে পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসা করেন। তার সময়কালে (খ্রিস্টের জন্মের ৪০০ বছর পূর্বে) গ্রীসের সাধারণ লোকেরা বিশ্বাস করত রোগ দেবতাদের অভিশাপ বা অপদেবতাদের কারনে হয়। কিন্তু তিনি জোর গলায় বলেন রোগ প্রাকৃতিক ঘটনার অঙ্গ আর প্রাকৃতিক নিয়ম মেনে চলে। আরতাই হিপক্রেটিসকে বলা হয় 'চিকিৎসাবিদ্যার জনক'। চিকিৎসাক্ষেত্রে হিপক্রেটিসের একটি অবদান হল পথ্য নির্দেশে নিয়ম শৃঙ্খলা। তিনি বলেছেন যে পথ্য নির্দেশে রোগীর বয়স, রোগীর স্বাস্থ্য এবং ঋতুর কথা বিবেচনা করতে হবে। ধারণা করা হয়, হিপোক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬০ সালে গ্রীসের 'কস' (cos) নামে এক ছোট দ্বীপে জন্মগ্রহন করেন। তিনি নব্বই বছর বেঁচেছিলেন। প্রথম জীবনে তিনি সম্ভবত মিশর সফর করেছিলেন, যেখানে তাঁর পরিচয় ঘটে মিসরীয় চিকিৎসাপদ্ধতির সাথে। তারপর তিনি গড়ে তোলেন তার নিজস্ব চিকিৎসা পদ্ধতি। তিনি পরবর্তীতে যেখানেই গিয়েছেন সেখানেই তার চিকিৎসা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। হিপক্রেটিসের রচনার মধ্যে অনেকগুলো ছোট বাক্য 'হিপোক্রেটিসের বচন' হিসেবে বিখ্যাত হয়ে আছে। যেমনঃ
- "জীবন সংক্ষিপ্ত কিন্ত কলা দীর্ঘস্থায়ী।"
- "একজনের জন্য যা অমৃত অন্যের জন্য তাই বিষ।"
- "যারা স্বভাবত মেদবহুল তারা ক্ষীনদেহী ব্যাক্তির চেয়ে স্বল্পায়ু হতে পারে।"
- "শীতকালে গ্রীষ্মের তুলনায় বেশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়।"
- "ক্ষীনদেহ ব্যাক্তিদের খাদ্যের প্রয়োজন কম, কিন্তু তা স্নেহজাতীয় হওয়া চাই। মেদবহুল ব্যাক্তির খাদ্যের প্রয়োজন বেশি, কিন্তু তাতে স্নেহবস্তু কম থাকা ভাল।"