স্টকহোম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোট অফ আর্মস |
||
[[[:Template:স্থানাংক-URL]]59_21_N_18_4_E 59°21′ N 18°4′ E] | ||
চার্টার | ১৩শ শতাব্দী | |
মিউনিসিপাল শহর | কেন্দ্রীয় স্টকহোম, ও স্টকহোম নগর এলাকা-র অন্যান্য মিউনিসিপাল শহর | |
কাউন্টি | স্টকহোম কাউন্টি | |
প্রদেশ | উপলান্দ ও সোদারমানলান্দ | |
জনসংখ্যা | মিউনিসিপাল: ৭৭৬, ৫৪৫ (৩০শে জুন, ২০০৬) নগর: ১,২১২,১৯৬ (৩১শে ডিসেম্বর, ২০০০) মেট্রোপলিটান: ১, ৭২৯,২৭৪ (৩১শে মার্চ, ২০০৬) |
স্টকহোম বা স্টকহলম (উচ্চারণ সহায়িকা·তথ্য, সুয়েডীয় ভাষায়: Stockholm, স্তক্হল্ম্, আইপিএ: ['stɔkhɔlm]) সুইডেনের রাজধানী ও প্রধান শহর। সুইডেনের সরকার, আইনসভা ও সুয়েডীয় রাষ্ট্রপ্রধান রাজা কার্ল ষোড়শ গুস্তাফ-এর নিবাস এ শহরেই অবস্থিত।
১৩শ শতাব্দী থেকে স্টকহোম সুইডেনের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র [১]। ৭৭৬,০০০ জন নাগরিকসমৃদ্ধ শহরটি বর্তমানে সুইডেনের সর্ববৃহৎ মিউনিসিপাল শহর। স্টকহোম নগর এলাকা ও মেট্রোপলিটান এলাকার জনসংখ্যা যথাক্রমে ১২ লক্ষ ও ১৭ লক্ষ। স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর মধ্যে এটিই সর্ববৃহৎ শহর।
স্টকহোম সুইডেনের পূর্ব উপকূলে ম্যালারেন হ্রদের (Mälaren) মোহনায় অবস্থিত। স্টকহোম-সংলগ্ন অঞ্চলে অবস্থিত স্টকহোম দ্বীপপুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পানিপথের আধিক্যের কারণে স্টকহোমকে অনেক সময় "স্ক্যান্ডিনেভিয়ার ভেনিস" বলা হয়।
[সম্পাদনা] স্টকহোমের পৌরপ্রতিষ্ঠানসমূহ
আরও দেখুন: কেন্দ্রীয় স্টকহোম
স্টকহোমে কেন্দ্রীয় স্টকহোম ছাড়া অনেক পৌরপ্রতিষ্ঠান (municipality) রয়েছে।
|
|
[সম্পাদনা] যাতায়াত
স্টকহোম শহরের জনপরিবহন ব্যবস্থা স্তুর্স্তক্হল্ম্স্ লুকাল্ত্রাফিক (Storstockholms Lokaltrafik) বা সংক্ষেপে "এস এল" নামে পরিচিত। এস এল-এর অধীনে স্টকহোম মেট্রো (Tunnelbana তুন্নেলবানা), কমিউটার ট্রেন (Pendeltåg পেন্দেলতগ), বাস ও ট্রাম লাইন পরিচালিত হয়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ See for instance the lead section of article Stockholm in the 1911 edition of Encyclopædia Britannica online link
স্টকহোমের পৌরপ্রতিষ্ঠানসমূহ | |
ইয়্যারফেল্লা • সুলনা • ত্যাবি • সল্লেন্তুনা • লিদিঙো • উপ্লান্দ্স্ ভেস্বি • ওস্তের্অকের • সিগ্তুনা • সুন্দ্বিব্যারি • কেন্দ্রীয় স্টকহোম • দান্দেরীদ • ভাল্লেন্তুনা • একেরো • উপ্লান্দ্স্-ব্রু • ভাক্সহল্ম • হুদ্দিঙে • নাক্কা • বুৎশির্কা • হানিঙে • তিরেসো • ভ্যার্ম্দো • সালেম | স্টকহোম সুইডেন |
অ্যামস্টারডাম| অ্যাথেন্স | বার্লিন | ব্রাতিস্লাভা | ব্রাসেল্স | বুদাপেস্ট | কোপেনহেগেন | ডাবলিন | হেলসিঙ্কি | লিসবন | লুবলিয়ানা | লন্ডন | লুক্সেমবুর্গ | মাদ্রিদ | নিকোসিয়া | প্যারিস | প্রাগ | রিগা | রোম | স্টকহোম | তাল্লিন | ভ্যালেটা | ভিয়েনা | ভিল্নিয়াস | ওয়ার্শ