হোমার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোমার (Greek Ὅμηρος Hómēros) কিংবদন্তীর গ্রীক কবি। ধারণা করা হয়, তিনি ৮ম শতাব্দী সময়কালে জীবিত ছিলেন। ইলিয়াড ও ওডিসি তাঁর বিখ্যাত রচনা। হোমার নামে আদৌ কোন কবি ছিলেন কি না তা নিয়ে ১৯শ শতাব্দীতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ২০শ শতাব্দীতে এই বিতর্কের অবসান ঘটে এবং তার অস্তিত্ব স্বীকার করে নেয়া হয়। কথিত আছে তিনি অন্ধ ছিলেন। ইলিয়াড মূলত ঘনবিন্যস্ত একক কাহিনীমূলক জমকালো নাটকীয় ক্রিয়াকলাপ সমন্বিত কাব্য। পক্ষান্তরে ওডিসি ঘটনাবহুল কাহিনীরাজির সমষ্টি, নিপুণভাবে সম্পর্কযুক্ত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।